Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাথী হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন গ্রামবাসী

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : শশুর বাড়ির দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় হাতের মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হলো কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামের মো. আমর আলী সরদারের মেয়ে সাথী আক্তারকে। গত ৩১ ডিসেম্বর দুপুরে বালিগ্রাম এলাকার ধনুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ডাসার থানা পুলিশ। আর এ ঘটনায় নিহত সাথীর বাবা বাদী হয়ে স্বামী রেজাউল হাওলাদারসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এতে ফুঁসে ওঠেছেন নিহত সাথীর পিত্রালয়ের গ্রামবাসী ও পরিবার। তারা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে গতকাল সকালে কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে বিক্ষোভ মিছিল করেছেন।
তবে এ ঘটনার পর থেকেই আসামি পক্ষের লোকজন পলাতক রয়েছে বিধায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দাবি করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডাসার থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ ব্যাপক তৎপর চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ