Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে ট্রাকচাপায় নানী-নাতনী নিহত

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানি-নাতনি নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতরা হলেন- নানি মনোজা বেগম (৪৫) এবং দুই বছরের নাতনি সাদিয়া। মনোজা নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে নানি ও নাতনি নিহত হয়েছে। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ