Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপিটুনিতে বাঘের মৃত্যু : আহত ৫

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মংলা থেকে মনিরুল ইসলাম দুলু : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকায় পিটুনিতে বাঘের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে লোকালয়ে হানা দিলে একালাবাসী পিটিয়ে বাঘটিকে মেরে ফেলে। এর আগে বাঘের আক্রমণে পাঁচজন আহত হন। আহতরা হলেনÑ ওই গ্রামের ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫), ছরোয়ার হোসেন, ও মাসুম দালাল (৩০) আ. হালিম (৩০) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য মজিবর সরদার। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধানসাগর বনবিভাগের কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম জানান, ভিটিআরটির কর্মী বারেক হাওলাদার, মামুন, নাছির, আমজাদ ও রুম্মান নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বাঘটিকে জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসা হয়। বাঘটি সাড়ে ছয় ফুট লম্বা। তিনি জানান, গতকাল ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী এলাকায় একটি ক্ষুধার্ত বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। বাঘটি এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর পিটুনিতে বাঘটি মারা যায়। পূর্ব সুন্দরবন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ