রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান বলেছেন, ৫ জানুয়ারির মতো জগাখিচুরি নির্বাচন এদেশ হতে দেয়া হবে না, এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে খালেদা জিয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে সাজা দিতে চাচ্ছে, যা রায় প্রকাশ হওয়ার পূর্বেই সরকারের মন্ত্রীগণ সাজার কথা বলছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হলে সারাদেশ অচল করে দেয়া হবে। গত সোমবার বিকালে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে কাকড়াজান ইউনিয়ন যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল সম্পাদক ফরহাদ ইকবাল। কাকড়াজান ইউনিয়ন যুবদলের আহŸায়ক বজলুর রহমান খালিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু, সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সম্পাদক মীর আবুল হাশেম, আ. হক আল আজাদ, আসাদুজ্জামান বাবুল, নূর-ই-আযম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।