বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : জেলার কালীগঞ্জ উপজলোয় পৃথক ঘটনায় মননু মিয়া (৩৫) ও মোশাররফ হোসেন (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হামজার ছেলে মোশাররফ হোসেন পানিতে ডুবে ও একই উপজলোর খয়েরতলা গ্রামের আইয়ূব হোসেনের ছেলে মননু মিয়া বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে মাঠে স্যালো মেশিনে পানি দিতে মাঠে যান খয়েরতলা গ্রামের পাননু মিয়া। এ সময় স্যালো ইঞ্জিন বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। ওসি আরো জানান, শুক্রবার ফয়লা গ্রামের মোশাররফ হোসেন পুকুরে গোসল করতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ শনিবার সকালে তার মৃতদহে পুকুরে পাওয়া যায়। মোশাররফ হোসেন মাদকাসক্ত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। অসুস্থতার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।