Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর আশিদ্রোন এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার রাত ১১টায় অসুস্থ অবস্থায় শকুনটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রেখে সেবা দেয়া হচ্ছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গল শহরতলীর আশিদ্রোন ইউনিয়নের তালতলা এলাকার গোবিন্দ দাসের বাড়ির পাশে একটি তালগাছে শকুনটিকে বসে থাকতে দেখা যায়। রাত আনুমানিক ১০টার দিকে শকুনটি তালগাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি বলেন, শকুনটি খাদ্যের অভাবে অচেতন হয়ে তালগাছ থেকে মাটিতে পড়ে থাকতে পারে অথবা ব্যথানাশক কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিলুপ্ত প্রায় এই শকুনটির অবস্থা বেশি ভালো নয়। রাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ্য হয়ে উঠলে শকুনটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ