বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুর জেলা সংবাদদাতা : লক্ষীপুরে এক প্রবাসী ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী মাসুদ রানা রুবেলকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। পৌরসভার দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানায় এ মামলা দায়ের করেন আহত ওই ব্যবসায়ীর বাবা ইউসুফ আলী। আবুল হোসেন আবু ও আনোয়ার হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ, এলাকাবাসী ও মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে মাসুদ রানা রুবেলের পিতা ইউসুফ আলীর সাথে একই বাড়ির মন্তাজের রহমান ও আবুল হোসেন আবু গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে মামলাসহ নানান হয়রানী করে আসছিল প্রবাসী মাসুদ রানা রুবেল ও তার পরিবারকে। গত রোববার সকালে পূর্বপরিকল্পিতভাবে মন্তাজের রহমান, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও বেলায়েত হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক মাসুদ রানার ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানা রুবেলের বাবা ও মামলার বাদী ইউসুফ আলী জানান, ছৈয়দ আহম্মদের ছেলে মন্তাজের রহমানের এক বিন্দু জমিও নেই। অথচ সে ভূূমি-দস্যূ সেজে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। মন্তাজ ও তার ছেলেরা সন্ত্রাসী চাঁদাবাজীসহ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
তবে হামলা ও চাঁদাবাজি এবং ইয়াবা ব্যবসার সাথে তারা কোনভাবে জড়িত নয় বলে দাবী করেন অভিযুক্তরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মকবুল হাসান জনান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসমীদের গ্রেফতার অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।