Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসবায় সালিশ বৈঠকে সংঘর্ষ : নিহত ১ আহত ৫

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ব্রাক্ষ্ণণবাড়িয়া জেলা সংবাদদাতা : কসবায় সালিশ সভায় সংঘর্ষের ঘটনায় শালিসকারক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মা গ্রামে বাড়ির সীমানা নিয়ে মো. হোসেন ও ইসমাইলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনাটি আজ মিমাংশার জন্য সালিশ সভা বসানো হয়। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে সালিশ সর্দার আবুল ফায়েজকে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৫ জন আহত হন।

খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বি.বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ