Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষ জনশক্তি বিদেশে পাঠালে রেমিট্যান্স চারগুণ বাড়বে-অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠালে বর্তমানের চেয়ে চারগুণ রেমিট্যান্স আসবে বলে মন্তব্য করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি বলেন, প্রবাসীরা দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়। এজন্য সঠিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। দক্ষ জনশক্তিই পারে দেশের অর্থনীতিতে অবদান রাখতে।’ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কাজী এনায়েত উল্লাহ এসব কথা বলেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের নিবিড় অংশগ্রহণ নিশ্চিত এবং প্রবাসীদের স্বার্থসংল্লিষ্ট অতীব গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়েবা।
কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘সরকারের সহযোগিতা পেলে দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে নিজেদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন প্রবাসীরা। সেজন্য প্রয়োজন সঠিক ও নিরাপদ পরিবেশ। সরকার আন্তরিক হলেই বিনিয়োগ যেমন বাড়বে এদেশে, তেমনি বর্তমান অংকের চেয়েও চার গুণ বেশি রেমিট্যান্স আসবে।’ আয়েবা মহাসচিব বলেন, প্রবাসে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা, দক্ষতা মন্ত্রণালয় কাজে লাগাতে পারে। অনুষ্ঠানে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে বাংলাদেশিদের অসামান্য অবদান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ