Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের পাঠানো যাবে না-জমিয়তে উলামায়ে ইসলাম

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন (শায়খে ইমামবাড়ী) ও মহাসচিব আল্লমা নূর হোছাইন কাসেমী-এ যৌথ বিবৃতিতে গতকাল বলেন সরকার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে তোড়জোড় শুরু করেছে। রোহিঙ্গারাও এভাবে অপর দেশে মানবেতর জীবন যাপন করতে চায়না, তবে প্রশ্ন হল ওরা কোথায় যাবে? কীভাবে যাবে? প্রতিনিয়ত নতুন নতুন জনপদ পুড়ানো হচ্ছে। অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে এখনো তারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।
এমতাবস্থায় কোনো অদৃশ্য শক্তির চাপে মিয়ানমার সরকারের আশ্রয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। তাই জাতিসংঘ বা তৃতীয় কোন শক্তির মধ্যস্থতায় তাদের পূনর্বাসন ও নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে স্বদেশে ফেরত পাঠাতে হবে। এর ব্যত্যয় হলে আবরো ঐক্যবদ্ধ কর্মসূচী দিতে এদেশের তৌহিদী জনতা বাধ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ