Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাণিজ্যমেলায় প্রতিবন্ধী শিশুদের বিনোদন

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর আগারগাঁওয়ে চলছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার শুরু থেকেই বিনোদন পার্ক সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়াল্ডে দেয়া হচ্ছে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের বিনামূল্যে বিনোদন। এরই অংশ হিসাবে গতকাল সোমবার মেলায় আগত দুটি স্কুলের প্রতিবন্ধী ও অটিজম শিশুদের সাথে বিনোদন কার্যক্রমে অংশগ্রহন করেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদদিন আহেমেদ। এর আগে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। এছাড়া সম্প্রতি প্রতিবন্ধী শিশুদের সাথে বিনোদন কার্যক্রমে অংশগ্রহন করেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। গতকাল সোমবার ডাসওয়াব নামক একটি প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠানের হাজারীবাগ শাখা ও ফেসেস স্পেশাল কিডস স্কুলের মোট ৩৫ জন শিশু অংশগ্রহন করে। প্রতিবন্ধী বাচ্চাদের সাথে সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়ার্ল্ডে এসে মহিউদদিন আহেমেদ বলেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। মেলায় অন্য যে সব বিনোদন পার্ক রয়েছে তাদের কাছেও এটি অনুকরনীয়। এ সময় পার্কের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমানসহ মালখানাগর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন, গেøয়ার ইন্টারন্যাশনার স্কুল এর অধ্যক্ষ জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পার্কে আগত প্রতিবন্ধী ও অটিজম শিশুদের বিনামূল্যে বিনোদনসহ শীতবস্ত্র বিতরন করা হয়। মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মেলায় শুরু থেকেই সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য সব রাইড ফ্রি। একই সাথে রাজধানীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারাও শিশুদের নিয়ে ফ্রি বিনোদন উপভোগ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরনায় আমি বাণিজ্য মেলায় আমার পার্কে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য ফ্রি বিনোদনের ব্যবস্থা রেখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ