Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশ ফ্যাশনলজি সামিট’ ১২ ফেব্রুয়ারি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম বারের মত অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফ্যাশনলজি সামিট’। বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জ (বিএই) বিষয়টি নিশ্চিত করেছে। প্রযুক্তি, উদ্ভাবন ও ফ্যাশনের সব স্তরের সঙ্গে সংশ্লিষ্টদের মিলন মেলায় পরিণত করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। সামিটে বিশ্বের ১০টি দেশ থেকে মোট ২৬ জন শীর্ষস্থানীয় ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহন করবেন। যেখানে পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনসমুহ নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা এবং সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ফ্যাশনলজি সামিট আয়োজনের উদ্দেশ্য হল প্রযুক্তি, উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। তিনি বলেন, পোশাক ও ফ্যাশন শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তি, ডিজিটালাইজেশন এবং উদ্ভবন বিষয়ক আলোচনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত বিশেষজ্ঞগণ জড়ো হবেন এ আন্তর্জাতিক সামিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ