Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের বদ্বীপসমূহের নগরায়ন : ব্যবস্থাপনায় উদ্বাবনী গবেষণা ও বাস্তবায়ন

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নেদারল্যান্ড অর্গানাইজেশন ফর সায়েন্টেফিক রিসার্চ, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর যৌথ উদ্যোগে ২২ জানুয়ারি রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে ‘বিশ্বের বদ্বীপ সমুহের নগরায়ন : ব্যবস্থাপনায় উদ্বাবনী গবেষণা ও বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও নেদারল্যান্ড দুতাবাসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলেনায়েরা উপস্থিত ছিলেন ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিউট অব ওয়াটার মডেলিং এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন। ইউডিডবিøউ স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ইসা বউদ, বিশ্বের ডেল্টাসমূহের নগরায়ন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সদস্য জিইডি, পরিকল্পনা কমিশন ও সিনিয়র সেক্রেটারি প্রফেসর ড. শামসুল আলম বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর কনসেপ্ট নোট উপস্থাপন করেন। ডাচ প্রকল্প পরিচালক প্রফেসর জাপ ডি হির বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর গুরুত্ব ও গবেষণা বিষয়ে উপস্থাপন করেন। কর্মশালায় ডেল্টা ব্যবস্থাপনায় গবেষণা, উদ্ভাবন ও বাস্তবায়ন প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করা হয় যা ডেল্টা ব্যবস্থাপনা ও ডেল্টা নগরায়নের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সাহায্য করবে।
কর্মশালার কারিগরি সেশনে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে ডেল্টা নগরায়নে পারস্পরিক তথ্য আদান প্রদান ও সহায়তার উপায় অনুসন্ধান করা হয়। কারিগরি সেশনে সভাপতিত্ব করেন সদস্য জিইডি, পরিকল্পনা কমিশন ও সিনিয়র সেক্রেটারি প্রফেসর ড. শামসুল আলম। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ