বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন। ২৮ তারিখ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। এর আগে আলোচনায় দেশটির কাছে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। এতে সফল হলে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিশাল বাজার ধরতে পারবে।
গতকাল সোমবার সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তোফায়েল।
বাণিজ্যমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত বা এলডিসি দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেন। জানান, এই প্রক্রিয়া আগামী মার্চ থেকেই শুরু হবে। ২০২১ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে। আর এটি কার্যকর হবে ২০২৪ সালে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে তিনটি সূচকে ভাল অগ্রগতি লাগে। তিনটি সূচকেই আমরা এগিয়ে আছি। পত্রিকার খবরে বলা হয়েছে এই উত্তরণের ফলে আমাদের রফতানি কমে যাবে। কিন্তু আমরা মনে করি ২০২১ সালে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশাল সংবর্ধনা’ দেয়ার কথাও জানান তোফায়েল। বলেন, আমরা যে বীরের জাতি সেটি আবারও প্রমাণিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।