Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নূর হোসাইন কাসেমীর জন্য দেশবাসীর কাছে হেফাজত মহাসচিবের দোয়া কামনা

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা নূর হোসাইন কাসেমীর দ্রæত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী। গতকাল (সোমাবার) এক বিবৃতিতে বলেন, ঈমান-আক্বীদা ও ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনে আল্লামা নূর হোসাইন কাসেমীর দক্ষ নেতৃত্ব ও অবিচল আত্মত্যাগ রয়েছে। তিনি দশে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন, মুসলিম সমাজে ইবাদত-বন্দেগী ও ইসলামের চর্চা বৃদ্ধি তথা দাওয়াতী কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছেন। এই বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে ইসলাম ও দেশের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন, তা আদর্শিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য অনুকরণীয়। এমহান বুযূর্গ ব্যক্তিত্বের কাছ থেকে দেশ ও জাতির অনেক কিছু পাওয়ার আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ