Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যার হুমকি: থানায় জিডি করলেন সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দফায় দফায় হত্যার হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছাত্রলীগের সাবেক নেতা মো. আবু আব্বাস ভুইয়া। গতকাল সোমবার শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই জমসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই জমসেদ বলেন, হত্যার হুমকি দেয়া হয়েছে এমন অভিযোগে ওই ছাত্রনেতা বিকাল পৌনে ৪টার দিকে সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৫৯) করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকাজ শুরুর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আবু আব্বাস বলেন, ফেসবুকে গত ১৯ জানুয়ারি দেয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে +৯৭৬৫৪৩২১ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় আমাকে তিন দিনের মধ্যে হত্যা করা হবে। আমার স্ত্রী বিধবা হবে। এরপর রবিবার ০১৭৫৪-৫৪৪১৫৪ নম্বর থেকে সানি পরিচয় দিয়ে বলা হয়-এতো দিন তো ফোন পেয়েছেন, এখন কাজ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আব্বাস অভিযোগ করেন, সোমবার ০১৮৩৭-৬৫০৬৭৪ এবং ০১৬৮৩-০২৮৮৬৬ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়-আপনি আমাদের যন্ত্রণা দিচ্ছেন। আপনাকে যন্ত্রণা দেয়া শুরু। তিনি বলেন, তারা আমার বাসার ঠিকানা চায়। বাসায় এসে আমাকে হত্যা করবে বলেও হুমকি দেয়। কেন আপনাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে-এমন প্রশ্নের জবাবে আবু আব্বাস বলেন, ফেসবুকে লেখালেখির কারণে হতে পারে। ফেসবুকে মাদক, মাদক ব্যবসায়ীদের সম্পর্কে লেখালেখি করি। এজন্য হত্যার হুমকি দিতে পারে। আমি নিরাপত্তাহীনতায় ভ‚গছি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ