প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উত্তর প্রদেশের বারেলি শহরের তরুণ মুষ্টিযোদ্ধা শ্রাবণ (বিনীত কুমার সিং) সাফল্যের প্রত্যাশায় দিনরাত অনুশীলন করে। বিশ্বাস একদিন সে রাজ্য পর্যায়ে সাফল্য পাবেই। কিন্তু উচ্চবর্ণের মুক তরুণী সুনয়নার (জোয়া হুসেন) প্রেমে পড়ার পর তার জীবন এলোমেলো হবার উপক্রম হয়। এই সুনয়নার চাচা হল এক প্রভাবশালী রাজনীতিক আর তার শত্রæ ভগবান দাশ মিশ্র (জিমি শেরগিল); সবচেয়ে বড় ব্যাপার হল ভগবানই রাজ্যের বক্সিং ফেডারেশনের প্রধান। একে তো নিম্নতর বর্ণভুক্ত তার ওপর বেকার। সুনয়নাকে বিয়ে করতে হলে শ্রাবণকে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে হবে, আর এমন চাকরি পাবার জন্য সবচেয়ে যথাযথ উপায় হল বক্সিং। তবে সে জানত না বক্সিং ভারতে কোনও ক্রীড়া নয়, বরং অন্য যা কিছু হতে পারে তার সব। আর উত্তর প্রদেশের অস্থিতিশীল রাজনীতি বক্সিংয়ের জন্য আরও প্রতিকূল। সে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সে জানে না বর্ণ প্রথা, স্বজনপ্রীতি, ডোপিং, সা¤প্রদায়িকতা আর লাগাতার শ্রেণি বৈষম্য তার জন্য কতটা বাধা হয়ে দাঁড়াবে। এর ওপর সুনয়নাকে ভালবাসার জন্য ভগবান তার কঠিন প্রতিপক্ষে পরিণত হয়।
হলিউড শীর্ষ পাঁচ
১ জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল
২ দ্য পোস্ট
৩ দ্য কমিউটার
৪ প্যাডিংটন টু
৫ দ্য গ্রেটেস্ট শোম্যান
বলিউড শীর্ষ পাঁচ
১ টাইগার জিন্দা হ্যায়
২ নাইন্টিন টোয়েন্টিওয়ান
৩ মুক্কাবাজ
৪ কালাকান্ডি
৫ ফুকরে রিটার্নস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।