Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য কমিউটার

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইয়মে কোয়ে-সেরা পরিচালি অ্যাকশন থ্রিলার ‘দ্য কমিউটার’। ‘দ্য শ্যালোজ’ (২০১৬), ‘রান অল নাইট’ (২০১৫), ‘নন-স্টপ’ (২০১৪), ‘আননোন’ (২০১১), ‘অরফান’ (২০০৯) এবং ‘হাউস অফ ওয়ার্কস’ (২০০৫) কোয়ে-সেরা পরিচালিত চলচ্চিত্র।
মাইকেল ম্যাকলে (লিয়াম নিসন) অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা। অবসর নেবার পর এখন সে বীমা এজেন্ট হিসেবে কাজ করে। বাড়ি থেকে প্রতিদিন সে হাডসন লাইন ট্রেনে করে নিউ ইয়র্ক সিটিতে যায় কাজে। তার সঙ্গে থাকে তার স্ত্রী ক্যারেন (এলিজাবেথ ম্যাকগভার্ন) আর ছেলে ড্যানি (ডিন-চার্লস চ্যাপম্যান)। মাইকেল জানতে পারে নির্ধারিত তারিখের পাঁচ বছর আগেই তাকে অবসর দেয়া হয়েছে। সংসার চালাতে আর ছেলের পড়ার খরচ চালাতে তাকে ভীষণ বেগ পেতে হয়। একদিন গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠার পরপরই জোয়েনা (ভিরা ফারমিগা) নামে এক তার দিকে এগিয়ে আসে। তাকে জানয় প্রিন নামে এক লোককে তার শনাক্ত করে তার সঙ্গে একটি জিপিএস ডিভাইস এঁটে দিলেই সে এক লক্ষ ডলার পাবে। জোয়েনা আরও জানায় এই লোকটি নিয়মিত যাত্রী (কমিউটার) নয়। প্রিনের কী হবে নিশ্চিত হতে না পেরে মাইকেল প্রথমে অস্বীকৃতি জানায়। যখন সে জানতে পারে দেরি করলে শুধু প্রিনই নয়, ট্রেনের সব যাত্রী আর তার নিজের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে তখন রাজি না হয়ে তার উপায় থাকে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ