Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস ব্যবহারে সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে পপি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: দেশের বিভিন্ন অঞ্চলে সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতনতার কাজ করছেন চিত্রনায়িকা পপি। বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সেমিনারে অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করছেন তিনি। গ্যাস ব্যবহারে সচেতনতা বৃদ্ধির এই কাজে অংশগ্রহণ করতে পেরে গর্বিত এবং আনন্দিত পপি। পপি বলেন, ‘এ ধরনের একটি কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। বসুন্ধরা গ্যাস ব্যবহার করে অনেক কম সময়েই রান্না’র কাজ শেষ করা যায়। তাতে সময়ও বাঁচে অনেক। নারীরা যাতে নিরাপদে এই গ্যাস ব্যবহার করেন এবং কীভাবে করবেন, তাই বুঝিয়ে বলার চেষ্টা করছির। আমার সঙ্গে যারা এই জার্নিতে আছেন তারা পাশে থেকে সহযোগিতা করছেন। একজন নারী হয়ে এই ধরনের কাজ করতে পারছি বলে আমি খুবই খুশি।’ ইতোমধ্যে পপি সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট’সহ আরো কয়েকটি জেলায় এই কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিকে শিঘ্রই পপি নতুন দুটি চলচ্চিত্রের শূটিং শুরু করতে যাচ্ছেন। একটি শহীদুল হক খানের ‘যুদ্ধ শিশু’ এবং অন্যটি সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’। পপি বলেন, ‘দুটি চলচ্চিত্রে আমি একেবারেই ভিন্নরকম দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। ভালোভাবে প্রস্তুতিও নিচ্ছি। আশা করছি, দুটি কাজই অনেক ভালো হবে।’ এদিকে গেলো শনিবার শরীয়তপুরে একটি শো’তে অংশ নিতে গিয়েছিলেন পপি। উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘কারাগার’, ‘গঙ্গাযাত্রা’ এবং ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’। এতে তার বিপরীতে ছিলেন ডি এ তায়েব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ