Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো মোবাইল চলচ্চিত্র উৎসব

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। ১৭ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটোরিয়ামে মোবাইলে নির্মিত বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিযোগিতার মাধ্যমে ৫টি চলচ্চিত্র বাছাই করেছে তিনজন বিচারকের একটি প্যানেল। প্যানেল সদস্যরা হলেন- চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, লেখক, পরিচালক ও প্রযোজক প্রসূন রহমান এবং লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। প্রতিযোগিতার জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো কসভোর কুস্ট্রিম আ¯øানি পরিচালিত দ্য গারবেজ, ভারতের সেন্থামিজহান অরুঞ্চালাম মঞ্জুলা পরিচালিত ভিলাম্বল, ভারতের যাবিউল্লাহ শাহরানি পরিচালিত জুলিয়া ২, বাংলাদেশ থেকে মো. আল হাসিব খান পরিচালিত দ্য বার্নিং ক্যানভাস এবং বাংলাদেশ থেকে যুক্ত ফুয়াদ পরিচালিত ইস ইট গুড টু রান এওয়ে। এ বছরের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য ৯৫টি ও প্রতিযোগিতার জন্য ২০টি চলচ্চিত্র জমা পড়ে। ৩২টি দেশ থেকে তরুণ নির্মাতারা তাদের চলচ্চিত্র জমা দেন। সেখান থেকেই ৫টি এবং প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য ৩০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়। এই চলচ্চিত্র উৎসব বাংলাদেশে প্রথম হচ্ছে। গত বছর এটি সিনেমাস্কোপ আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র ক¤িপটিশন নামে পরিচিত ছিল। উৎসবটি আয়োজন করে সিনেমাস্কোপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ