Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাভার স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতি সৌধে লাখো জনতার ঢল নেমেছে। লাল সবুজ পতাকা হাতে নিয়ে লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মুক্তিযুদ্ধে নাম না জানা অগণিত শহীদের স্মরণে নির্মিত স্মৃতির এ মিনার প্রাঙ্গণ। স্মৃতির এ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা নানা বয়সি মানুষদের কারো গায়ে লাল সবুজের রঙে উদ্দীপনা জাগানো পোশাক আবার কারো মুখের দুইপাশ শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও মহান ২৬ মার্চ। এসেছে শিশু ও কিশোররাও।

শনিবার সকাল থেকে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যখন বেদীতে নিজ হাতে ফুলের শ্রদ্ধা জানানো শেষ হয় তখন সবার মধ্যে শহীদদের অকৃত্রিম শ্রদ্ধায় ভরিয়ে দেয়ার অনুভূতি জাগ্রত হয়ে উঠে ভিন্ন এক আবেগে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ