রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে তিনদিন ধরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখা। গত শনিবার থেকে শুরু করে গতকাল পর্যন্ত তাদের কর্মসূচি চলছে। আর আগামী দিন তারা দাবি আদায়ে মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসে কর্মসূচি পালন করবে। দাবি আদায়কারীরা জানায়, চাকরি জাতীয়করণের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত রাজস্বকরণে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে তারা আন্দোলনে নেমেছেন। এসময় দাবি আদায় নিয়ে বক্তব্য রাখেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।