রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলা জমিয়াতের এক প্রস্তুতিমূলক সভা গতকাল দুপুরে খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতের সভাপতি ও বখতার মুনশী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. নুরুল আফছার ফারুকীর সভাপতিত্বে, উপজেলার সহ-সভাপতি ও খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার সুপার মাওলানা আবুল কাসেমের পরিচালনায় জমিয়াতের ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঐক্যমত পোষণ করে জোরালো বক্তব্য রাখেন চর ল²ীগঞ্জ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াছ, দারোগার হাট আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন, আমিরাবাদ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুজ্জামান, ওসমানিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বজলুর রহমান, গুনক ওলিপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহমুদুর হক, ছাইদকান্দি দাখিল মাদরাসার সুপার মাওলানা এ এস এম নুরনবী, ওয়ালী আল হায়দারিয়া মাদরাসার সুপার রফিকুল আলম, সফরপুর দাখিল মাদরাসার সুপার মো. নুরুল আলম, কাটাখিলা দাখিল মাদরাসার সুপার মো. মোশারফ হোসেন, ভোরবাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তাহের প্রমুখ। সভায় সোনাগাজী উপজেলা জমিয়াতের সভাপতি মাওলানা নুরুল আফছার ফারুকী ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জমিয়াতের গতিশীল নেতৃত্বে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মমতাজী ও আন্দোলনের অগ্রনায়ক কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহাসমাবেশের সফলতায় দোয়া-মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।