Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদ নির্বাচনে আগ্রহী ছাত্রলীগ নেতা শাহ্ নূর

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে কিশোরগঞ্জ-৫ আসনে। প্রত্যন্ত হাওর অঞ্চলের নিকলী বাজিতপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৫ আসন। নির্বাচনের দিনক্ষণ যতই আগাচ্ছে ততই শিক্ষিত তরুণ, নতুন ও পুরাতন প্রার্থীদের আগ্রহ ও ব্যস্ততা প্রচার-প্রচারণা বেড়ে চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, তিন ধারার শিক্ষায় উচ্চশিক্ষিত শহীদুল্লাহ মো. শাহ্ নূর গতকাল নিকলীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দিন সরকারবিরোধী আন্দোলনসহ আ.লীগের সভানেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার মুক্তির সংগ্রামে তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেন। দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ, নিউ নেশন, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট পত্রিকার সচিত্র প্রতিবেদন সূত্রে মুক্তির সংগ্রামে অগ্রণী ভ‚মিকার তথ্য জানা যায়। ২০০৬ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে পুলিশ কর্তৃক মারাত্মক নির্যাতনের শিকার হন। বহুবার জীবন সন্ধিক্ষণে দিনের পর দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ইংরেজ শাসন আমল থেকে নিকলী-বাজিতপুর সোনালি আশের এলাকা হিসাবে নিজস্ব ঐতিহ্যে পরিচিতি ছিল। স্বাধীনতা উত্তর আজ আমরা বহুলাংশে শিক্ষায় স্বাস্থ্য যোগাযোগ ব্যবসা-বাণিজ্য বাংলাদেশের অন্যান্য এলকার তুলনায় অনেক পেছনে রয়েছি। অথচ দেশ আজ উন্নয়নের রুলমডেল হিসেবে বিশ্ব দরবারে নিজের অবস্থান তৈরি করেছি। আমাদের যোগ্য কাক্সিক্ষত মানের নেতৃত্বে শূন্যতায় আমরা নিকলী-বাজিতপুরবাসী দুর্ভাগ্যের ছায়া তুলে সমাসীন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এলাকাবাসী জনসাধারণকে এগিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয় আমার রাজনৈতিক পথচলা। সেই অনুপ্রেরণা থেকে আমি মানুষ সমাজ এলাকাবাসীসহ দেশের নতুন প্রজন্মের জন্য উন্নয়ন সমৃদ্ধি ও শিক্ষামূলক ভালো কিছু করতে চাই। আপনাদের দোয়া নিয়ে আমি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের পক্ষে কাজ করতে চাই। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং গতিশীল করতে চাই।



 

Show all comments
  • jhinuk ২৯ জানুয়ারি, ২০১৮, ২:৪৮ পিএম says : 0
    নতুন প্রজম্মের জন্য শাহ্‌ নূর ভাই এর প্রয়োজন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ