Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাখালপাড়ায় নিহত আরেক জনের পরিচয় মিলেছে

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর নাখালপাড়ায় র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে আরেকজনের পরিচয় মিলেছে। নিহতদের পরিচয় না পাওয়ায় দুই জঙ্গির ছবি প্রকাশ করা হয়। এর সূত্রে অবশিষ্ট এক জঙ্গির নাম-পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুর। নাম রবিন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি রবিনের বড় ভাই গোলাম মোস্তফা মরদেহ দেখে পরিচয় নিশ্চিত করেন। গত ৭ জানুয়ারি তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা নিয়ে নিখোঁজ হন রবিন। পরে শেরপুরের নকলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়। এর ছয় মাস আগে ঢাকার গাজিপুরে তার বোনের বাসায় তিনি দেখা করে যান। রবিন ইন্টারনেটে জঙ্গি সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ