Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সমাবেশ

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল (রোববার) সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শাহ আমানত (রহ.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন ও মিলাদ এবং দুপুরে মুসলিম হলে প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হোসাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে মুসলিম হলে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। উদ্বোধক ছিলেন বারীয়া দরবারের সাজ্জাদনশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মাওলানা আবু তৈয়্যব মুহাম্মদ আব্দুল হাই, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী, সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই’র চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, মদিনা মনওয়ার শাখার সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈম উল ইসলাম, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ।



 

Show all comments
  • ismail ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৩ এএম says : 0
    চট্টগ্রামে কারা বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা গঠন করেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ