Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা পাবলিক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে ফাওমিদ তানভীর রাজিম (১২) নামে ৭ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মহানগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন এ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুণর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান চলছিল। সমাপনী দিনে শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্ট হচ্ছিল। এ অনুষ্ঠান চলাকালেই সন্ত্রাসীরা রাজিমকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাত তার বুকে লাগে। তাকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজিম বয়রা পালপাড়ার শেখ জাহাঙ্গীর আলমের পুত্র। তার মা রেহেনা বেগম পুলিশ টেনিং স্কুলের শিক্ষক। তবে তাকে ছুরিকাঘাত ও হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। হত্যাকাÐের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে যান এবং বিষয়টি পর্যবেক্ষণ করেন। রাজিম স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ