Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া’র নাগরিক সংবর্ধনা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : আজ নিজ ভূমে সংবর্ধিত হচ্ছেন, নরসিংদীর কৃতি সন্তান, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশারফ হোসেন ভূঁইয়া। সম্প্রতি সরকার তাঁকে জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দেয়ায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এনসিসিআই) তাকে আজ সন্ধ্যায় সংবর্ধনা প্রদান করবে। এ উপলক্ষ্যে সন্ধ্যা ৭ টায় নরসিংদী শিল্পকলা একাডেমীতে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: বাইতুল আমিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, মাধবদী পৌর মেয়র হাজ¦ী মোশারফ হোসেন প্রধান মানিক, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, এনসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, একে ফজলুল হক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আবদুল মান্নান ভূঁইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ