Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ৬শ’ কলাগাছ কাটল দুবৃর্ত্তরা : আটক ২

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুর্বশত্রæতার জের ধরে গত শনিবার রাতে ৬শ কলা গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আজাহার আলীর ৬৫ শতকের একটি কলা বাগানে রাত আনুমানিক ৯টার দিকে একদল লোক লাঠিশোঠা হাসুয়া সহ বিভিন্ন ধারাল অস্ত্র নিয়ে বাগানে প্রবেশ করে বাগানের পরিপক্ক ও অপরিপক্ক কলাগাছ কেটে ফেলে। বাগান মালিক আজাহার আলী জানান, একই গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী বান্টু ও আব্দুল ওয়াহেদ পুর্ব শত্রæতার জের ধরে তাদের নেতৃত্বে নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জন মিলে তার বাগানের প্রায় ৬শ কলা গাছ কেটে ফেলে এবং পরিপক্ক কলা গুলো নিয়ে যায়। যার সমুদয় মুল্য প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরর উদ্যেশ্যে থানায় একটি এজাহার দাখিল করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদ ও মুসা মিয়াকে জড়িত সন্দেহে ২জন আটক করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে কলা গাছ কাটার আলমত সংগ্রহ করা হয়েছে। রামপুরা গ্রামের আজাহার আলী একটি এজাহার দাখিল করেছেন যার তদন্ত অব্যহত রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে ২জন আটক রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে এদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ