Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাটহাজারীর চারিয়া ইজতেমার প্যান্ডেলের কাজ শেষ পর্যায়ে

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আ্সলাম পারভেজ. হাটহাজারী থেকে : চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় আগামী ২৬, ২৭ ও ২৮ অনুষ্ঠিতব্য ইজতেমার কাজ শেষ পর্যয়ে। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার কাজে নিয়োজিত রয়েছে। স্থানীয় ও বিভিন্ন উপজেলার দূরদূরান্ত থেকে লোকজন অংশ নিচ্ছেন প্যান্ডেলের কাজসহ বিভিন্ন কাজে। চারিয়া গ্রামের শত শত একর কৃষি জমিতে দ্বিতীয় বারের মত চট্টগ্রাম জেলার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বিশাল প্যান্ডেল, টয়লেট, অযুখানা, গোসলের জন্য পানির হাউস, খাবার পানির জন্য গভীর নলকূপ, বৈদ্যুতিক সংযোগ। বিদেশী মেহমানদের জন্য তৈরী করা হচ্ছে আলাদা থাকার ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ইজতেমা উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন করেছেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজতেমায় যাতায়াতের জন্য রাস্তার সংস্কার কাজ পুরোদমে চলছে। ইজতিমায় আগদ মুসল্লিদের জন্য প্যান্ডেলের চর্তুদিকে ১৬শ টয়লেট তৈরি করা হচ্ছে। পানির জন্য চারদিকে ১০টি গভীর নলকূপ বসানো হয়েছে। ওজু ও গোসলের জন্য ১০টি পানির হাউজের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। প্যান্ডেলে বৈদ্যুতিক সংযোগের কাজও শেষ হয়েছে। ইজতেমায় আগত মসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এম্বলেন্সসহ দুইটি সরকারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। তার পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ ফজলে রাব্বি। অপরদিকে প্যান্ডেলের চতুরদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে চারটি ক্যাম্প করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন আগামী ২৬,২৭ ও ২৮ জানুয়ারী ইজতিমা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকধারী দুই হাজার পুলিশ ইজতেমা ময়দানে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। ইজতেমায় আগত মসল্লিরা রাস্তায় কোন প্রকার যানজটে না পরে তার জন্য সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। ইজতেমা ময়দানে কাজ করতে আসা লোকজন বলছেন, এটা একটা দ্বীনি নবীওয়ালা কাজ। একমাত্র মহান আল্লাহকে রাজী খুশি করার জন্য বিভিন্ন কষ্ঠ সহ্য করে নিরবে-নিভৃতে এক ধ্যানে এক মনে কাজ করে যাচ্ছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রান মুসলমানরা। চট্টগ্রাম জেলার ইজতেমায় মুসলিম তৌহিদী জনতা ছাড়াও অনেক দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসলমান ইজতেমায় শরিক হবেন। বিদেশী মেহমানদের জন্য ইজতেমা ময়দানের মদীনা মসজিদের উত্তর পূর্ব স্থানে আলাদা টীন সেট দিয়ে তৈরী করা হয়েছে থাকার ব্যবস্থা।
চারিয়া ইজতিমার জিম্মাদার মুফতি জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, আগামী ২৬,২৭ ও ২৮ জানুয়ারী রোজ শুক্রবার, শনি ও রবিবার অনুষ্ঠিত ইজতেমায় প্রায় ১০ লক্ষ লোকের সমাগম হবে আশাকরছি। ইজতেমার কাজ এখন শেষ পর্যায়ে। এ বিশাল জমায়তের জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান স্ব স্ব উদ্যোগে কাজ করছেন রাত দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ