Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় - চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব নয়। জাইকা দ্বিতীয় ধাপে ১৯টি প্রকল্পের অধীনে ৪৩৪ কোটি টাকার সহযোগিতা দিচ্ছে। ফলে অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে। গতকাল (রোববার) চসিকের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নির্বাচিত ৫ম পরিষদের ৩০ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র নাছির সেবার স্বার্থে পৌরকর আদায় গতিশীল করতে কাউন্সিলরদের সহযোগিতা কামনা করে বলেন, উন্নয়নের প্রয়োজনে অর্থ পূর্ব শর্ত। গত অর্থ বছরে বন্দরসহ সরকারি ও বেসরকারি খাত থেকে মাত্র ১০৩ কোটি টাকার পৌরকর আদায় হয়েছে। তার বিপরীতে বিপুল পরিমাণ উন্নয়ন কাজ করা হয়। আ জ ম নাছির সরকারের প্রকল্প সহযোগিতার জন্য সাধুবাদ জানিয়ে বলেন, প্রকল্প সহযোগিতার পেছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২০ থেকে ৩০ শতাংশ ম্যাচিং ফান্ড সরবরাহ করতে হয়। প্রতি মাসে ২০ থেকে ২২ কোটি টাকা প্রশাসনিক ব্যয় নির্বাহ করতে হয়।
মেয়র আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে নগরীর খাল থেকে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম বিশ্লেষণ করে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা গৃহিত মাষ্টার প্লান্টের ভিত্তিতে নগরীতে খালসমূহ থেকে মাটি ও আবর্জনা উত্তোলনের লক্ষ্যে চসিকের প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়েছে। যদিও পানিবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষকে একটি মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে সরকার। সিটি কর্পোরেশন সীমাবদ্ধতা থেকে ফুটপাত নির্মাণ, নালার উন্নয়ন ও সংস্কার, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ, এলইডি লাইটিং এবং পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। তিনি আশা করেন, তার মেয়াদের মধ্যে নগরীর কাঁচা ও আধা পাকা রাস্তা পাকা হবে। সকল সড়ক পূর্ণাঙ্গ আলোকিত হবে এবং নগরবাসী স্বাচ্ছন্দে চলাচলের সুযোগ পাবে। চসিকের সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা
নগরীর ফিরিঙ্গীবাজার জেএমসেন স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল ৩৩নং ফিরিঙ্গীবাজর ওয়ার্ড কাউন্সিলর ও চউক বোর্ড মেম্বার হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে বুয়েট, চুয়েট, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজ, দেশ ও জাতির উন্নয়নে মেধার কোন বিকল্প নেই। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর সুমন বড়–য়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ হাবিবুর রহমান, প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হোসেন বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস লুৎফুন্নেসা দোভাষ বেবী, শিক্ষাবিদ শাহাদাত হোসেন, জেএমসেন কলেজ অধ্যক্ষ জহুরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ