বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরীক্ষায় সাফল্যের জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২ ফেব্রæয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করে গত শুক্রবার চট্টগ্রামের রাউজান কাগতিয়া আলীয়া দরবার শরীফে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। দরবার শরীফের জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র পরিষদ। এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে পরীক্ষার্থীরা কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ হযরত শায়খ ছৈয়্যদ এর রওজা পাকে কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। এতে মিলাদ-ক্বিয়াম ও মুনাজাত পরিচালনা করেন কাগতিয়া আলীয়া দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। মুনাজাতে তিনি আল্লাহর দরবারে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন। এর আগে কাগতিয়া দরবার শরীফস্থ জামে মসজিদ প্রাঙ্গনে ‘পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষার্থীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজিরহাট ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদার। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন রাউজান কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, গোলতাজ মেমোরিয়াল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক অলি আহাদ চৌধুরী, পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক, মাষ্টার মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ নঈম উদ্দিন খাঁন ও আলহাজ্ব মোহাম্মদ হাছানুর রশীদ দুলাল। এতে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকার পরেও পরীক্ষাভীতিতে শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। তাই পরীক্ষার আগমুহূর্তে এসে হতাশ হলে চলবে না, পরীক্ষার ভয় কাটিয়ে উঠতে হবে। পরীক্ষায় সাফল্যের জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস ও সাহস। অনুষ্ঠান শেষে কাগতিয়া দরবারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।