Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গঠিত হয়েছে যৌথ প্রযোজনার সিনেমার প্রিভিউ কমিটি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গঠিত হয়েছে যৌথ প্রযোজনার সিনেমার ৮ সদস্যের প্রিভিউ কমিটি। এ প্রিভিউ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। কমিটির সভাপতি হিসেবে থাকছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি গঠন সুষ্ঠুভাবে স¤পন্ন হয়েছে। সদস্য হিসেবে কমিটিতে আছেন তথ্যমন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ও পরিবেশক সমিতির সহকারী প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও বিএফডিসির পরিচালক (উৎপাদন) বিভাগের স্বপন কুমার ঘোষ এবং মিশা সওদাগর। কমিটির সভাপতি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, কমিটির কার্যক্রম দ্রুত শুরু হবে। এরই মধ্যে কমিটিতে একটি সিনেমা জমা পড়েছে। আগামী সপ্তাহে আরও কিছু সিনেমা জমা পড়বে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রিভিউ কমিটির তালিকা প্রকাশ করা হবে। মিশা সওদাগর বলেন, আশা করছি, নতুন এ প্রিভিউ কমিটি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। সেইসঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের স্বার্থ ক্ষুণ হওয়া প্রতিরোধ করবে। আমরা চাই, সারাবিশ্বে বাংলাদেশের সিনেমা ও শিল্পীদের প্রশংসা ছড়িয়ে পড়–ক। উল্লেখ্য, গত বছরে যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে কঠোর আন্দোলনে নামে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সমিতির সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। আব্হায় হিসেবে নেতৃত্ব দিয়েছেন অভিনেতা ফারুক। সেই আন্দোলনের মুখে সংশোধন আনা হয় যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে। তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি।



 

Show all comments
  • বাবুল ২২ জানুয়ারি, ২০১৮, ৪:৩২ এএম says : 0
    দেখা যাক তারা কি করেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ