Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পণ্যের শুভেচ্ছা দূত হলেন মিম

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত মডেল হচ্ছেন। এ ধারাবাহিকতায় স¤প্রতি হোম টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারে কাজ করবেন তিনি। শিগগিরই এর বিজ্ঞাপন নির্মাণ করা হবে। এ প্রসঙ্গে মিম বলেন, প্রতিষ্ঠানটির পণ্য এবং তাদের শর্ত আমার পছন্দ হয়েছে। তাই তাদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছি। এ বছর প্রতিষ্ঠানটির কযেকটি বিজ্ঞাপনেও অংশ নেয়ার কথা আছে। মিম এর আগেও কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। এদিকে তার অভিনীত পাষাণ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই এর মুক্তির তারিখ চ‚ড়ান্ত করা হবে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। অন্যদিকে শাকিবের বিপরীতে মিমের আমি নেতা হব সিনেমাটি ভাষা দিবস উপলক্ষে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ