Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসমাবেশ সফল করতে কুমিল্লায় প্রস্তুতি সভা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : ইবতেদায়ীসহ সকল বেসরকারি মাদরাসা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সংগঠনের কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজারে ইসলামিয়া আলিয়া মাদরাসা ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা শাহ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসানুল করীম আল আযহারি, জেলা জমিয়াত নেতা প্রিন্সিপাল অলি আহাম্মদ, প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস, প্রিন্সিপাল আবুল হোসাইন, প্রিন্সিপাল আলী আকবর ফারুকী, প্রিন্সিপাল নজীর আহমেদ, প্রিন্সিপাল সানাউল্লাহ বাশারী, প্রিন্সিপাল নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মাদরাসা শিক্ষকদের পেশাগত ও জীবনযাত্রার মানোন্নয়নে এ সংগঠন কাজ করে যাচ্ছে। সংগঠনের সুযোগ্য সভাপতি ও ইনকিলাব সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দিন সাহেবের গতিশীর নেতৃত্বে মাদরাসা শিক্ষকরা আজকে ঐক্যবদ্ধ। এদিকে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ও মৌকারা দরবারের পীর আলহাজ শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালী উল্লাহি আগামী ২৭ জানুয়ারি মাদরাসা শিক্ষকদের স্বার্থে যে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে তা সফল করার জন্য কুমিল্লার নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। প্রস্তুতি সভা থেকে জানানো হয় ২৭ জানুয়ারি ভোররাত সাড়ে তিনটায় পরিবহনযোগে কুমিল্লা জেলা থেকে মাদরাসাগুলো থেকে কমপক্ষে ১০ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ঢাকায় মহাবেশে অংশ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ