রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর থানা থেকে অদূরে দুই পাহাড়াদার ও এক চায়ের দোকানদারকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নের দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় আড়াই ঘন্টাব্যাপী ডাকাতি করে ৭২ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ লাখ টাকা নিয়ে গেছে। ২০ জানুয়ারী শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর সদর মধ্য বাজারে অন্তী অরীন স্বর্নালয়ে এই দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দিবাগত রাতে ১০/১৫জনের একদল ডাকাত ধারালো রাম দা ও বিভিন্ন অস্ত্রে¿ সজ্জিত হয়ে শ্রীপুর ২নং ওয়ার্ডের মৃত জলধর সেনের পুত্র দীপক সেনের মালিকানাধীন অন্তী অরীন স্বর্ন শিল্পালয়ে শার্টারের তালা কেটে ঢুকে। এসময় ডাকাতরা দোকানের দোকানের তিনটি সিন্ধুক ভেঙ্গে নগদ ৪০ লাখ টাকা ও ৭২ ভরি স্বর্নসহ প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতরা বাজারের পাহাড়ায় থাকা পাহাড়াদার আব্দুল খালেক (৬৫), আলাল উদ্দিন (৫২) ও চায়ের দোকানদার আলী হোসেন (৫৫) কে গামছা ও রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘটনাস্থলের অনতিদূরে ফেলে রাখে। এদিকে ডাকাতির ঘটনা দেখে দোকান মালিক দীপক অচেতন হয়ে পড়লে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।