Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ ৭ বিএনপি ৮

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক সহ সাত পদে আওয়ামী সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। চার সদস্যসহ আট পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। শনিবার সকাল দশটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফেনী আইনজীবি সমিতি ভবনে ১৫টি পদে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত এগারটায় ভোটের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার এডভোকেট ফয়েজুল হক মিলকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে নির্বাচিতরা হলেন সভাপতি পদে জেলা আওয়ামীলগের সহ সভাপতি পিপি এডভোকেট হাফেজ আহমেদ ও সাধারন সম্পাদক পদে এডভোকেট মো. শামদুল হুদা সহ–সভাপতি হৃষীকেশ মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরফুদ্দিন আহমেদ ডালিম, লাইব্রেরী সম্পাদক পদে পিয়াস মজুমদার, সদস্য পদে সাইফুদ্দিন মজুমদার ও বাদল চন্দ্র দেবনাথ। অপরদিকে বিএনপি সমর্থিত সমমনাআইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হামিদ মজুমদার, অডিটর পদে মো. ওমর ফারুক ভূঁঞা শিপলু,অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল ও সদস্য পদে বোরহান উদ্দিন চৌধুরী , কাজী মোঃ শাহজালাল , ফারহান নুর ফাহিম , রেজাউল করিম (তুহিন) নির্বাচিত হয়েছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ