Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে ভূয়া পুলিশ আটক

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সিলেট ব্যুরো : পুলিশের হাতে ভূয়া পুলিশ টাকা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কার্যালয় সামনে থেকে আটক করা হয়। মহানগর পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও মো. হানিফ তাকে আটক করেন। গতকাল শনিবার বেলা ২টার দিকে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। আটক ব্যক্তির নাম ফয়সল আহমদ। সে সিলেটের বিয়ানীবাজারের সাদিমাপুর গ্রামের বাসিন্দা। পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, শনিবার বেলা ২টার দিকে পুলিশের পোষাক পরিহিত এক যুবক লাঠি হাতে নাইওরপুল পয়েন্টে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের চেষ্টা করছিল। এসময় ওই স্থানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্য তাকে চ্যালেঞ্জ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে মহানগর পুলিশের সদর দপ্তরে নিয়ে যান। সেখানে সে প্রথমে নিজেকে বিমানবন্দর থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেয়। সে জানায়, করিমউল্লাহ মার্কেটের এক ব্যবসায়ীর কাছে সে টাকা পায়। ওই ব্যক্তিকে আটক করার জন্য সে পুলিশ সেজে নাইওরপুল পয়েন্টে দাঁড়িয়েছিল। তার বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পরিদর্শক হাবিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ