Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে মৃদু ভূকম্পন অনুভূত

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে মৃদু ভূকম্পন অনুভুত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে হঠাৎ করে থর থর করে কেঁপে উঠে ঘর-বাড়ী , গাছপালা ও পুকুরের পানি। এ ভূকম্পনের স্থায়ীত্বকাল ছিল ৩-৫ সেকেন্ড।

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : নিখোঁজের ৫দিন পর গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার চন্ডালখিলে রানা মিয়া (১৫) এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। রানা মিয়া চন্ডালখিল গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মাখনের ছেলে। নিহতের চাচাত ভাই বিল্লাল হোসেন জানান, গত ১৫ জানুয়ারী রাত প্রায় ৯টার দিকে বাজারের সেলুনের দোকানের কর্মচারী জাহাঙ্গীর রানাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রানা আর বাড়ি ফিরে আসেনি। এরপর রানার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। গতকাল সকালে চন্ডালখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিঘীতে তার ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ