বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফয়সাল আমীন, সিলেট থেকে : সিলেট নগরীকে পরিছন্ন নগরী করতে একযোগে কাজ করার সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেছেন সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক , ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “কিপ সিলেট ক্লিন” কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উন্মুক্ত আলোচনায় নগরীকে আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন নেতৃবৃন্দ। ১৮ জানুয়ারী বৃহস্পতিবার রাতে চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেট নগরীকে পরিছন্ন নগরী হিসাবে গড়ে তোলার এ প্রক্রিয়ায় ঐক্যমত হন সবাই। এদিকে সিলেট চেম্বারের “কিপ সিলেট ক্লিন” কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করছেন অর্থমন্ত্রী। গতকাল শনিবার সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর বাসভবনে “কিপ সিলেট ক্লিন” কর্মসূচী সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন অর্থমন্ত্রীর হাতে। মডেল রোড বাস্তবায়নের উদ্যোক্তা সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচীর আওতায় প্রথমে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তাকে মডেল রোড হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং পর্যায়ক্রমে সমস্ত শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থমন্ত্রী “কিপ সিলেট ক্লিন” কর্মসূচীর ভূঁয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগের সাথে তার একাত্মতা ঘোষণা করেন। এদিকে নগরীর যত্রতত্র পার্কিং ঠেকাতে ৩ টি পৃথক পার্কি ! জোন তৈরী করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পার্কিং জোন ৩টি স্থাপন হবে যথাক্রমে জেলরোড, জিন্দাবাজার এবং চৌহাট্টা এলাকায়। ঐ সভায় মেয়র নগর উন্নয়নে এবং নাগরিক সেবা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন – সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি’র সভাপতি নাছিম হোসেইন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য আ. ন. ম. শফিকুল হক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, এপিপি এডভোকেট মো. জুনেল আহমদ, সিলেট জেলা জাসদ এর সভাপতি লোকমান আহমদ, ইমজার সভাপতি আল-আজাদ, সিনিয়র সাংবাদিক ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।