Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সিলেট সফর কোনো প্রকার চাঁদা না দেয়ার আহŸান আ’লীগ নেতৃবৃন্দের

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে কারো কাছে কেউ চাঁদা চাইলে তা না দিতে আহবান জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এই আহবান জানিয়েছেন। তাঁরা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের কথা বলে কেউ যদি সিলেটে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের কাছে চাঁদা দাবি করে, তবে কোনো অবস্থাতেই চাঁদা দেয়া যাবে না। এই চাঁদা দাবির সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না।’ কেউ আওয়ামী লীগের নামে চাঁদা দাবি করলে তার বিরদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ