Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসুন স্বাধীনতা বিরোধী প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হই বিসিবি সভাপতি

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উদ্যোগে আইভি রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় বিসিবি সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, আসুন স্বাধীনতা বিরোধী প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হই। স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্তরায়। আমরা যে যেদলই করিনা কেন স্বাধীনতা বিরোধীদের রুখতে না পারলে দেশমাতৃকার উন্নয়ন সম্ভব নয়। কারণ তারা এদেশের উন্নয়ন চায় না, তারা এদেশের স্বাধীনতা বিরোধী। গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবু বাক্কারের সভাপতিত্বে উক্ত জনসভায় বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দেশখ্যাত মৎস্য রপ্তানিকারক শিল্পপতি আলহাজ্ব মুছা মিয়া সি.আই.পি, বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা (জিসান) ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন এবং রামদী ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ