Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতাকে দূবৃর্ত্তরা গুলি করার খবর পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় ইউসুফ মারা যায় বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল মুখোশধারী ইউসুফের মাথায় গুলি করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ১০-১২ জনের একটি দূবৃর্ত্তের দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি বøকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উক্ত রোহিঙ্গা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ