বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : বহুল প্রতিক্ষার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার শহরের পাশ দিয়ে বয়েচলা তিতাস নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের গোকর্ণ ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নদী খনন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, প্রকল্প পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারসহ জেলা অওয়ামীলীগ ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, প্রকল্পের নির্দেশনা অনুযায়ী ৯০ কিলোমিটার দৈর্ঘ্য তিতাস নদী এবং এর শাখানদী সাড়ে ৯ কিলোমিটার পাগলা নদী এবং সোয়া ৩ কিলোমিটার কুরুলিয়া খাল সহ ১শ৩ কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয়েছে ১শ১৯ কোটি টাকা। নদী খননের কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নৌ-বাহিনী নারায়নগঞ্জ বন্দর ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেডের সদস্যরা। আগামী ২০২০ সালের জুন মাসে নদীটি খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।