বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাবি রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে গতকাল রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনে ঢাকার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। গতকাল সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হয়।
এদিকে নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। সরকার সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ এবং বাম সমর্থিত প্রগতিশীল পরিষদের সদস্যরা নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শারীরিক শিক্ষা কেন্দ্র। উল্লেখ্য, ইতোপূর্বে ঢাকার বাইরে গত ৬ জানুয়ারি ২৮টি কেন্দ্রে, ১৩ জানুয়ারি ১৩টি কেন্দ্রে এবং ১৬ জানুয়ারি ১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।