বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতাঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি-জামায়াত শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের কোন উন্নয়ন চায় না। তারা শুধু লুটপাট করে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে স্কুল, কলেজ, মাদরাসা, পুল-কালভার্টসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কাজী জাফর, জামায়াতের ডাঃ তাহের, বিএনপির কাজী জহিরের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে কোন উন্নয়ন হয়নি। তিনি আরো বলেন সা¤প্রতিক সময়ে চৌদ্দগ্রামে ওয়াজের নামে জামায়াত ইসলাম তাদের দলীয় বক্তাদের মাধ্যমে যুদ্ধাপরাধীদের নামে নানান গুনকীর্তন করে। তারা ওয়াজের নামে দলীয় সমাবেশ করছে। প্রকৃত পক্ষে ওয়াজ হলো কুরআন শোনার কথা হবে ইসলামের কথা হবে। তিনি এগুলো থেকে চৌদ্দগ্রাম বাসীকে সর্তক থাকার আহবান জানান। গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, সাবেক চেয়ারম্যান এস এম শোয়েব, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভ.ম আফতাবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুবুর হোসেন মজুমদার, কাজী জাফর, একরামুল হক, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নুরুল আলম, সোহাগ মাহমুদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল বাতেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।