Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সুন্নি সম্মেলনে বক্তারা শান্তিময় বিশ্ব গড়তে কোরআন সুন্নাহর বাণী তুলে ধরার আহ্বান

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আহলে সুন্নাত সম্মেলন সংস্থার (ওএসি) আয়োজনে গতকাল (শনিবার) লালদীঘি ময়দানে তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক সুন্নি সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বক্তারা ইসলামের নামে জঙ্গিবাদি সহিংসতার বিপরীতে একটি উদার শান্তিময় ও মানবিক বিশ্ব গড়ে তুলতে কোরআন সুন্নাহর বাণী তুলে ধরার আহ্বান জানান। ওএসি সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে সুন্নি সম্মেলনের শেষ দিনে দেশি-বিদেশি ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বলেন, ইসলাম মানেই শান্তি ও সম্প্রীতি। ইসলামের নামে অরাজকতা সৃষ্টি করে নিরীহ মানুষের জান-মাল বিপন্ন করার সুযোগ নেই। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ওএসির সাধারণ সম্পাদক আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী। বক্তব্য রাখেন পীরে তরিক্বত অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, ওএসির উপদেষ্টা আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, পীরে তরিক্বত আল্লামা সৈয়দ আবদুস শাকুর নক্সবন্দী, পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, গবেষক আল্লামা এম এ মান্নান, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, পীরে তরিক্বত আল্লামা কাজী ছাদেকুর রহমান হাশেমী, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ড. আল্লামা মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশিদ, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আলকাদেরী, আল্লামা কাযী সালেকুর রহমান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী, আল্লামা মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, আল্লামা আবুল আসাদ জুবাইর রেজভী, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ। পরে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ