প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ বিরতির পর অভিনয়ে ফিরেই দারুণ ব্যস্ত হয়ে উঠেছেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদ’র কন্যা ঐন্দ্রিলা আহমেদ। এরইমধ্যে তিনি দুটি নাটক এবং একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এবার নতুন বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। অমিতাভ রেজার নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। গত শুক্রবার রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। বেশ কয়েক বছর বিরতির পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা বলেন, ‘অমিতাভ ভাই নিঃসন্দেহে একজন মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করার কথা ছিলো। কিন্তুকাজ করা হয়ে উঠেনি। অবেশেষ তার নির্দেশনায় প্রথম কাজ করলাম। খুব ভালোলেগেছে কাজটি করে। তাছাড়া গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করতে পারাও বড় বিষয়। সবমিলিয়ে মডেলিং-এ ফেরাটাও আমার বেশ ভালোভাবেই হলো। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা।’ ঐন্দ্রিলা জানান, শিগগিরই তার নতুন এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। উল্লেখ্য, মাত্র চার বছর বয়সে প্রাইজবন্ডের বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলেন ঐন্দ্রিলা। বড় হয়ে তিনি আফজাল হোসেনের নির্দেশনায় ‘সানক্রেস্ট’র বিজ্ঞাপনে মডেল হন। এরপর আরো ১৪/১৫টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এদিকে দশ বছর পর অভিনয়ে ফিরে ঐন্দ্রিলা রুবেল হাসানের নির্দেশনায় ‘বিলাভড’ নাটকে অভিনয় করেছেন। পরে মাবরুর রশীদ বান্নাহ্’র নির্দেশনায় টেলিফিল্ম ‘সাংসারিক ভালোবাসা’তে, দীপু হাজরার নির্দেশনায় ‘ফেইক লাভ’ নাটকে অভিনয় করেন। তিনটি নাটক টেলিফিল্মই ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। এদিকে দীপু হাজরা, কাজী সাইফ এবং পৃথুরাজের নির্দেশনায় আরো তিনটি নাটকে তিনি অভিনয় করবেন শিগগিরই। ঐন্দ্রিলা জানান, এখন থেকে নিয়মিত অভিনয় করবেন তিনি। তবে সেক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট’র প্রতি গুরুত্ব দিবেন তিনি সবসময়ই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।