Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বিটিভির নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ২০তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইংরেজি নতুন বছরের প্রথম পর্ব এটি। ইংরেজি নববর্ষ, বিদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচার, যৌতুক, স্কুলে ভর্তি বাণিজ্য, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিশ বিষয়ক কথাবার্তা, ঘুষ-দুর্নীতি, ট্রাফিক আইন অমান্য করা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে এবারের পরিবর্তনে। এবারের পর্বে তৈরি করা হয়েছে নতুন ৩টি গান। তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীতে একটি গান গাইবেন তানভীর তারেক ও নাজু আখন্দ। গীতিকবি জাহিদ আকবরের কথায় জাহিদ বাশার পংকজ এর সুর ও সঙ্গীতে আরেকটি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী লিজা। মুনির সরকারের কথা ও সুরে জাহিদ বাশার পংকজ এর সঙ্গীতে মানুষ একটা দুই চাকার সাইকেলে শিরোনামে আরো একটি আধ্যাত্বিক গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী রেশাদ মাহমুদ। দুইটি বাংলা জনপ্রিয় গানের অংশ বিশেষের সাথে ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিওগ্রাফিতে সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক শিপন ও নৃত্যশিল্পী ইভানা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ নিয়ে করা কুইজের মাধ্যমে। এছাড়া রয়েছে নিয়মিত পর্ব হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ, খাঁচকাটা খাঁচকাটা’ প্রেমিক-প্রেমিকা, উল্টো চলা, হিট করছে, মমিন হাতেম প্রভৃতি নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ