রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার সমাজহিতৈষী পরোপকারী নারী আলহাজ্বা হোসনে আরা বেগম তাঁর সৎকর্মের মাধ্যমে কেয়ামত পর্যন্ত মানুষের অন্তরে বেঁচে থাকবেন এমন বাক্য এখনো শোনা যায় কুমিল্লার আপামর মানুষের মুখে। হোসনে আরা বেগমের প্রতিটি কাজকর্ম ছিল মানবকল্যাণমুখী। সমাজের অসহায় বঞ্চিত মানুষের ঠিকানা ছিলেন তিনি। কুমিল্লার খ্যাতিমান ব্যবসায়ী আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদের সহধর্মিণী হোসনে আরা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার কুমিল্লা নগরীর চকবাজারস্থ বাসভবনে সকাল আটাটায় কুরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে গতকাল সকাল সাড়ে সাতটায় প্রাতঃভ্রমণকারীদের সংগঠন আমরা তোমাদের ভুলবনা কুমিল্লা নগর উদ্যানে সংগঠনের অন্যতম সদস্য হোসনে আর বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ার আয়োজন করে। স্মরণসভায় বক্তারা বলেন, হোসনে আরা বেগম তাঁর জীবদ্দশায় নিরবে নিভৃতে সকল ধর্ম-বর্ণের বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সবরকম সহযোগিতা করে গেছেন। কেবল সমাজসেবাই নয়, যোগ্য সন্তান তৈরির ক্ষেত্রেও হোসনে আরা বেগম এ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের দুঃস্থ অসহায় বঞ্চিত মানুষগুলো হিতৈষী এ নারীকে তাদের মনে রতœগর্ভা মায়ের আসনে বসিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।